বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে এক জনের হাতের কব্জি বিচ্ছিন্ন, অন্তত ৫ জন আহত ।
এম এম জাকীর হুসাইন মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
|
![]() নিউজ ডেস্কঃ ১৪ মে ২৩ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জয়ডিহি হাট নামক হাড়িদাহ গ্রামে পানের আড়তে এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহতদের মোল্লাহাট, খুমেক ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ দর্শী সুত্রে জানাযায়, মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের পূর্বপাড়ার আজাদ মিয়া ও জিকরুল মিয়ার পৃথক পৃথক পানের আড়ত রয়েছে হাড়িদাহ বাজারে। তাদের মধ্যে আড়তদারীসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধও রয়েছে। ঘটনার দিন আজাদ মিয়ার আড়তের হালখাতা ছিল। উক্ত হালখাতা চলাকালে জনৈক ব্যাপারী’কে নিয়ে জিকরুল মিয়ার বাকবিতন্ডা হয় আজাদ মিয়ার আড়তের এক স্টাফের। |