কলাপাড়ায় মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন(পিবিজিএসআই)স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০টায় ইসমাঈল তালুকদার টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা: মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান এবং প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খাঁন। কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি সহ ১০০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, প্রতিষ্ঠান সমূহের মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করার লক্ষ্যেই এই প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
|