কলাপাড়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালিত।।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫.৩০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) লিয়াকত আলী মোল্লা, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.বাবুল মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশ নেয়া মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের শতাধিক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক। এর আগে বিকাল ৩.৩০টা থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।
|