কলাপাড়ায় আওয়ামীলীগ সভাপতির ঈদ শুভেচ্ছা, মতবিনিময়, বিক্ষোভ ও দোয়া মোনাজাত।।
মোয়াজ্জেম হোসেন
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মো.মাহবুবুর রহমান তালুকদার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা, বিক্ষোভ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন।
এ সময় নৈশ ভোজের ব্যাবস্থা করেন স্থানীয় আওয়ামীলীগ সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহবুবুর রহমান। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার রাতে পৌর শহরের কুমার পট্রি এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সম্মানে এ আয়োজন করেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি সহ তার বন্ধু উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা থেকে আসা জনপ্রতিনিধিরা এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এদিকে তাদের পারিবারিক বাসভবনে একই সময়ে তার সহোদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দলের অপর মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান দলের নেতাকর্মী ও পেশাজীবীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। তবে এ নিয়ে তাদের বক্তব্য যে যার মত ঈদ উদযাপন করছে। এতে দোষের কিছু নেই। যার যেখানে অংশ নিতে ইচ্ছে করবে, তিনি সেখানে অংশ নেবেন। রাঙ্গাবালী উপজেলা যুবলীগের একটি সূত্র জানায়, রাঙ্গাবালী যুবলীগ সভাপতি হুমায়ুনের নেতৃত্বে ১টি লঞ্চ, ২টি ট্রলার রিজার্ভ করে নেতাকর্মীরা এসে মাহবুব তালুকদারের আমন্ত্রণে অংশ নিয়েছেন। রাতে তাদের থাকার জন্য শহরের রুবান আবাসিক হোটেল রিজার্ভ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম জানান,প্রায় ২হাজার নেতাকর্মী আজ এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। মাহাবুব তালুকদারকে ভালোবেসে সাধারণ নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। তিনি আরও জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নৌকা জয়লাভ করবে ইনশাআল্লাহ। এর আগে সম্প্রতি তিনি শহরে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছেন। |