ময়মনসিংহ চরপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
|
![]() নিউজ ডেস্কঃ ময়মনসিংহ কোতোয়ালী থানার এস আই নিরুপম নাগ সংগীয় পুলিশ নিয়ে সফলতার সাথে অভিযান পরিচালনা করে আজ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে তার কাছ থেকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। থানা সুত্র জানায়, এসআই(নিঃ) নিরুপম নাগ সঙ্গীয় এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা, /জোবায়েদ হোসেন, /মিজানুর রহমান, সর্ব কর্মস্থল- কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া মোড়স্থ রুমা কনফেকশনারীর সাথে অপরুপা টেইলার্স এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০৭/২০২৩ ইং তারিখ বিকাল ০৫.৪৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। আনসারুল্লাহ আরিফ (২০), পিতা-মোঃ ইসাহাক, সাং-জাদিমুরা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ধৃত করিয়া তাহার নিকট হতে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। |