কলাপাড়ায় যাত্রীবাহি বাস উল্টে খাদে, নিহত-১,আহত-১৫।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি বাস উল্টে খাদে পরে মামুন (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী। আহতদের মধ্যে ৫ জনকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সোমবার দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাড়কের মোহাম্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মামুন দুমকী উপজেলার লেবুখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী আল মামুন জানান, আল্লাহর রহমত নামের বাসটি বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে মোহাম্মদপুর এলাকায় পৌছলে দ্রুতগতির বাসটি অটোকে ওভারটেক করতে গিয়ে উল্টে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপারের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।
|