মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশের সন্ধানে সমুদ্রে যাচ্ছেন জেলেরা।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
বছর জুরে তেমন ইলিশ ধরা না পড়ায় অনেকটা হতাশ হয়ে পরেছিলো পটুয়াখালীর জেলেরা। তবে দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রানচাঞ্চল্যতা ফিরে আসবে আলীপুর ও মহিপুরের মৎস্য আড়ৎগুলোতে এমন প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের।
মহিপুরের জেলে জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় খুব কষ্টে দিন পার করেছি।অনেক জেলে ঋণগ্রস্ত হয়ে গেছে। তাই নুতন করে আশায় বুক বেঁধে সমুদ্রে যাচ্ছি। আলীপুরের জেলে লোকমান জানান, অবরোধ কালীন সময়ে যে চাল দেয়া হয় তা দিয়ে সংসার চালানো কষ্টকর।
আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে জানান, কয়েক বছর ধরে এই ব্যাবসায় মন্দা যাচ্ছে। অবরোধ কালীন সময়ে ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যায়। তাই আমাদের জেলেরা যখন নামে মাছ তেমন পাননা। যে কারণে অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান,সরকারের পক্ষ থেকে অবরোধ কালীন সময়ে জেলেদের জন্য প্রনোদনার ব্যাবস্থা করা হয়েছে। সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের সংখ্যা ৪৯ হাজার। দীর্ঘ দিন বন্ধ থাকায় বেশি পরিমাণ মাছ পড়ার আশা করছি।
|