রাজধানীর হাতিরঝিল থেকে ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শিপন হাওলাদারকে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার।
মোঃ ফয়জুল আলম
|
![]() নিউজ ডেক্সঃ রাজধানীর হাতিরঝিল থেকে ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শিপন হাওলাদারকে (৪১) যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় র্যাব-৩ ও র্যাব-৮ অভিযান চালিয়ে শিপনকে গ্রফতার করে। শিপন ডিএমপির কদমতলী থানার ২০১৬ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। শিপন বরিশাল জেলার মুলাদী এলাকার বাসিন্দা।
গ্রেফতার শিপনকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, বিগত ২০১৬ সালে ডিএমপির কদমতলী থানায় শিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। মামলার বিচারিল কাজ শেষে চলতি বছরের মে মাসে আদালত শিপনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর থেকেই সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। গ্রেফতার শিপনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
|