হত্যা নাকি আত্মহত্যা?? বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ডে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার!!
মেহেদী হাসান রিদয়
|
![]() নিউজ ডেক্সঃ বরিশাল নগরীতে জান্নাত আক্তার (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাশের বাড়ির ভাড়াটিয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তার মৃত্যু নিয়ে এলাকাবসীর মধ্যে ধোয়াসা সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, আবার কেউ বলেছে সে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ ধোপা বাড়ির মোড় সংলগ্ন আলহাজ্ব গোলাম বাসের সিকদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জান্নাত পরিবারের সাথে ওই বাড়িতে ভাড়া থাকতো। জান্নাত বাকেরগঞ্জের রামপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়– গতকাল বুধবার বেলা ১১ টার দিকে জান্নাতের ৩ বছর বয়সী ছোট ভাই পাশের বাসার ভাড়াটিয়া জামালের বাসায় গেলে তাকে আনতে যান জান্নাত। এ সময় জামালের শ্যালক বাপ্পি জান্নাতকে একা পেয়ে তার হাত ধরে তাকে যৌন নিপিরন করে। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানায় জান্নাত। এরপর তিনি দুই পরিবারকে ডেকে নিয়ে মিমাংশা করে তাদের বাড়ি ছেড়ে দিতে বলেন। তারই সূত্র ধরে আজ বিকেল ৫ টার দিকে ঘড়ের আড়ার সাথে ঝুলন্ত লাশ পাওয়া যায় জান্নাতের। এ ঘটনায় জামাল ও স্ত্রী সুমিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকের ধারণা– বাপ্পি জান্নাতকে একা পেয়ে তাকে যৌন নিপিরন করেছে। তাই লোক লজ্জার ভয়ে জান্নাত আত্মহত্যা করেছে। আবার কেউ কেউ ধারণা করছে– জান্নাতকে যৌন নিপিরনের বিষয়টি আড়াল করতে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বাপ্পি গতকালের ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। তিনিও বাকেরগঞ্জের উত্তর চৈতা সংলগ্ন জনতা বাজার এলাকার শামসের আলী মোহরীর ছেলে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানা ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বাড়ী বলেন– জান্নাত আক্তার নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যু আসল রহস্য জানা যাবে।’’ |