লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট : সেই অধ্যক্ষ এখনও বহাল তবিয়তে!!
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
|
![]() নিউজ ডেস্কঃ একটি টিপি লিং রাউডারের মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করে টেন্ডার আহ্বান করা লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম এখনও প্রতিষ্ঠানটিতে বহাল তবিয়তে রয়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম দরপত্রের সাথে মিলিয়ে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সরঞ্জাম ক্রয় করে দুর্নীতি ডাকার চেষ্টায় করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে নিয়মবহির্ভূত টেন্ডার প্রক্রিয়া এবং কয়েক কোটি টাকার কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটিতে তদন্তে করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে প্রতিষ্ঠানটির জন্য যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে বাজারমূল্যের চেয়ে প্রতিটি সরঞ্জামের দাম ১০ থেকে ৯০ গুণ পর্যন্ত বেশি দেখানো হয় বলে অভিযোগ উঠে। এ বিষয়ে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, দুদক প্রতিষ্ঠানটিতে আসার পর আমার কাছে টেন্ডার সংক্রান্ত কিছু কাগজপত্র ছেয়েছে। সেগুলো দিয়েছি। দুদক চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান বলেন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কেনাকাটায় দুর্নীতির অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি। বিস্তারিত সচিব মহোদয় বলতে পারবেন। |