তথ্যমন্ত্রী বলেছেন, আরও অনেকেই চলে আসবে; নাসিম বলেছেন, অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে
সাইদুল ইসলাম ইমু
|
![]() নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র নেতা শমসের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগদানকে বিএনপি থেকে আরও অনেকে চলে আসার লক্ষণ হিসেবে দেখছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। বিএনপি থেকে আরও অনেকেই চলে আসবে: আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘শুধু শমসের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার নয় আরও অনেকেই বিএনপি থেকে চলে আসবে, একটু অপেক্ষা করুন। কারণ যে দল নেতাদের সম্মান দিতে জানে না, আর যেই দল কাউকে নির্বাচন করতে দেয় না, সেই দল তো সবাই করবে না।’ তথ্যমন্ত্রী মনে করেন, বিএনপির সরকার পতনের আন্দোলন এবং নির্বাচনে আসা না আসা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। বিএনপি জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এমন অভিযোগও করেন তিনি। বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি চায় মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সরকার বা নির্বাচন কমিশন কাউকে নির্বাচনে জেতার গ্যারান্টি দিতে পারে না। তথ্যমন্ত্রী এ সময় বিএনপি নির্যাতনের অভিযোগ মিথ্যা বলে খণ্ডন করেন। বিএনপির ক্ষমতা থাকাকালীন অগ্নিবোমা হামলার হুকুমদাতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিযুক্ত করে তিনি বলেন, সরকারের কাছে এসব ঘটনার অডিও রেকর্ড এবং তথ্য প্রমাণ রয়েছে। নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে: এদিকে আজ বুধবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। ‘আওয়ামী লীগ চায় সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু বিএনপি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে তাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে,’ বলেন তিনি। নাছিম বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে সেই ক্ষমতায় আসবে। তিনি বলেন, বিএনপি রাজনীতির নামে বিদেশিদের কাছে ধর্ণা দেয়, প্রতিদিন নালিশ করে। বিদেশি প্রভুদের কাছে তারা দেশ ও দেশের মানুষের নামে মিথ্যাচার করে। তারা দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। আমাদের পবিত্র সংবিধানকে তারা দ্বিখন্ডিত করতে চায়। |