পটুয়াখালীর মহিপুরে জঙ্গি স্টাইলে ভাতিজার হাত-পায়ের রগ কাটার অভিযোগ চাচাদের বিরুদ্ধে।
ছগির খান মহিপুর প্রতিনিধি পটুয়াখালী।
|
![]() নিউজ ডেস্কঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর বাজারে হালিম হাওলাদার (৪৫) পিতা শামসু হাওলাদার নামে এক ব্যাক্তির হাত-পায়ের রগ কাঁটার অভিযোগ উঠেছে চাচা রাসেল হাওলাদার (৩১) ও চাচা শাহীন হাওলাদার (২৯) ও রিয়াজ বানাই (২৯) রুবেল মুসুল্লি (২৯) রাজু মিয়া (২৮) এঁদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় হালিম হাওলাদার বুধবার আনুমানিক রাত ৯ টার সময় আলিপুর বন্দরের মোশারফ এর হোটেলে নাস্তা করতে বসেন। এমন অবস্থায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে হালিমকে উপুর্যুপরি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। ভুক্তভোগী হালিম হাওলাদারের ছোট ভাই মোতালেব হাওলাদার জানান আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে রাসেল হাওলাদার ও শাহিন হাওলাদারের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী বাহিনী আমার ভাইয়ের উপর হামলা চালায় উপর্যুপরি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয় পরে মৃত্যু ভেবে চলে যায়। হালিম হাওলাদার এর চাচি সালমা বেগম এর সাথে কথা বললে তিনি বলেন দীর্ঘদিন যাবত এরা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। আমার ভাতিজা হালিম হাওলাদার কে হত্যার উদ্দেশ্যে নির্মম নির্যাতন চালায় আমরা সরকারের কাছে এদের সুষ্ঠু বিচার দাবি করছি। লতাচাপলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার সাথে কথা বললে তিনি জানান, এরা একটি সন্ত্রাসী চক্র ও সমস্ত মাদক ব্যাবসায়ীদের নিয়ন্ত্রক ও গডফাদার এদের হাত ধরেই এলাকায় সমস্ত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় বুধবার রাতে শাহিন, রাসেল, রিয়াজ, রুবেল ও রাজু পূর্ব পরিকল্পিতভাবে হাতে চাপাতি নিয়ে মোশাররফের রেস্তোরাঁয় প্রবেশ করে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে দ্রুত সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল পরে ঢাকায় পাঠানো হয়। |