কলাপাড়ায় বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।
মোয়াজ্জেম হোসেন
|
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষকলীগ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র সামনে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধানিবেদন করেন। পরে দলীয় কার্যলয়ে কৃষকলীগ সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরতুল্লাহ সৌরভ সিকদারের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী, এ্যাড. গোলাম মোস্তফা সহ আইন বিষয় সম্পাদক সিনিয়র সহ সভাপতি মোঃ আলাউদ্দিন খান, মোঃ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আঃ সোবহান যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শাওন মিত্র প্রমুখ।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৌরভ সিকদার বলেন, খাদ্য স্বয়ংসম্পূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও কৃষকলীগ কৃষকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমরা কৃষকলীগকে আরও সু-সংগঠিত করে গড়ে তুলেতে চাই। যাতে ভবিষ্যতে কেউ কৃষকদের সঙ্গে কোন ধরনের অন্যায়, অবিচার করতে না পাবে।
|