কলাপাড়ায় সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ’র অভিযোগ।।
মোয়াজ্জেম হোসেন
|
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
ঘূর্নিঝড় রিমালের অজুহাতে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। দীর্ঘ কয়েক বছর পর্যন্ত একের পর এক ঘর উঠিয়ে,সরকারি সম্পদ দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর শেখ কামাল সেতু টোলপ্লাজা সংলগ্ন সলিমপুর সরকারি খাস পুকুর পাড় চলছে দোকান ঘর নির্মান। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায়,সরকারি খাস পুকুরের দক্ষিণ পাড়ের পুব পশ্চিম দিকে পুরো জায়গা জুরে স্থানীয় প্রভাবশালী একটি মহল দখলের মহোৎসবে মেতেছে। এদের বিরুদ্ধে মুখ খোলার কেউ সাহস পাচ্ছেনা তাই তারা নির্বিকার । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান,গত এই সরকারের আমলে দখলদাররা ক্ষমতার প্রভাব দেখিয়ে মুহুর্তেই পুরো পুকুর পাড় ভাগ বাটোয়ারা করে অন্তত ১০ টি ঘর উঠিয়ে দখল করে নেয়। এরপর থেকে ওই ঘরগুলো ভাড়াদিয়ে তারা অর্থ হাতিয়ে নেয়। এ ঘর গুলোর কারনে ওই পাড় থেকে মানুষের যাতায়াতে অসুবিধা সহ পানি ব্যবহারে সমস্যার সম্মুখিন হচ্ছে। এভাবে দখলের উৎসব চলতে থাকলে অচিরেই পুরো পুকুর পাড় দখল হয়ে সরকারি সম্পদ বেহাত হবে বলে শংকা প্রকাশ করছে স্থানীয়রা।
এ বিষযে অভিযুক্ত সোহেল খরিফা বলেন ঘূর্নিঝড় রিমালে দোকান ঘরটি ভেঙে যায়। কি জন্য দোকান ঘর ঠিক করছি। সরকারি জমিতে কেন দোকান ঘর তুলেছন এ বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেনি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কৌশিক আহম্মেদ বলেন, বিষয়টি আমরা অবগত নই। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
|