লক্ষ্মীপুরে সামাজিক সংগঠন প্রত্যয়’ এর স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
|
সিনিয়র রিপোর্টার।। মানুষ মানুষের জন্য স্লোগান বুকে লালন করে ছুটে চলা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়। প্রত্যয় এখন সবার মুখে-মুখে এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায়। ১২ জুলাই শুক্রবার বিকালে লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ হাই স্কুল হলরুমে লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইউছুফ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রত্যয় এর সহ সভাপতি নুর উদ্দিন, মোশারফ হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, কমলনগর উপজেলার প্রত্যয়ের সভাপতি মোঃ রাকিবুল হাসান রাকিব। |