গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষার্থীদের মাঝে ১২০০ বনজও ফলজ গাছের চারা বিতরণ।
মোঃ আশরাফুজ্জামান
|
স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষার্থীদের মাঝে ১২০০ বনজ ও ফলজ গাছের চারা বিতরণ। আজ ১৪/০৭/২০২৪ইং সকাল ১১ টার সময় জয়নগর হাই স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয় গাছ ও প্রাণীকুল একে অন্যের উপর নির্ভশীল।আর বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতি রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সামনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ০৫ জুন ২০২৪ তারিখে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেককে পরিবেশ রক্ষায় বসতবাড়ির চারপাশ ও অফিসের ফাঁকা স্থানে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জয়নগর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী কে,এম জাকির হোসেন খান ও এক্সিম ব্যাংকের ভাইসপ্রেসিডেন্ট ও সেকেন্ড অফিসার চৌধরি সোহেল রানার পক্ষ থেকে জয়নগর হাই স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ১২০০ ফলজ গাছ বিতরন করা হয়।উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
|