কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ।
মোয়াজ্জেম হোসেন
|
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শান্তি সমাবেশ করেছে বিএনপি। এছাড়াও বিএনপির নেতৃবৃন্দ জনগণের জানমাল রক্ষায় শান্তি-শৃংখলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। বুধবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমেরা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান শহীদ মাতুব্বর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন শিকদার।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস ও জাহাঙ্গীর আলম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং নীলগঞ্জ ইউপির নেতাকর্মীরা।
উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা, লুটতরাজ-ভাংচুরের মতো নোংরা কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের দল বিএনপি করে না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রেখে সবাই কাজ করবেন। কেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশ অমান্য করবেন না। এসময় তিনি এলাকাভিত্তিক সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার ও রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই শান্তি সমাবেশে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
|