ত্রিশালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন ।
আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।
|
নিউজ ডেস্কঃ ১৫ ই আগষ্ট, ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ত্রিশাল উপজেলা বিএনপির ও পৌর বিএনপির এবং অংগসমূহের নেতৃবৃন্দ শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার বিজয়োল্লাসের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ জায়গায়, সংখ্যা লঘুর উপর দুষ্কৃতকারীদের হামলা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট রুখতে দলের নেতাকর্মীদের নির্দেশ বিএনপির। ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোষরদের বিচারের দাবিতে ত্রিশাল উপজেলার পৌর,ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিকাল ৩ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি বিএনপির অস্থায়ী কার্যালয় এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিন করে সরকারি নজরুল কলেজ এর সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই আমরা চালিয়ে যাব। এখনও সামনে অনেক পথ বাকি আমাদের গণতন্ত্রের মহীয়সী নারী যিনি বারবার আঘাত সহ্য করেও মৃত্যু শয্যায় থেকে গণতন্ত্রের লড়াইয়ে জনগণকে আশ্বস্ত করেছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি, সেই তারেক রহমান যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছে এখন তাকে দেশে ফিরিয়ে এনে গনতন্ত্র পুর্ণ প্রতিষ্ঠা করব এটাই আমাদের প্রত্যাশা। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন,আনিস মীর্দা,আব্দুল আউয়াল ফরাজি,আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ও বিভিন্ন অংগসমূহের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। |