গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের চার ঘণ্টা পর, মরা দেহ উদ্ধার।
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ।
|
নিউজ ডেস্কঃ কাশিয়ানী উপজেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের চার ঘন্টা পর ৪ বছরের শিশুর গলাকাটা মরা দেহ উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ। হত্যাকাণ্ডের শিকার অপূর্ব ঠিকাদার (৪) সাপলীডাঙ্গা পশ্চিম পাড়া (দারগারমেড়)গ্রামের তাপস টিকাদারের ছেলে। নিহতের পিতা জানান আমার ছেলে অপুর্ব গতকাল ১৫/০৮/২০২৪ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ পর থেকে নিখোঁজ ছিল। চার পাশে বহু খোজাখুজির পর নিহত অপুর্বকে না পেয়ে রামদিয়া পুলিশ ফাড়িকে জানালে বাড়ির পার্শ্ববর্তী বালুর চাতালে ও এর আশপাশে খোজার পর পুলিশ ও এলাকা বাসীর সহযোগিতায় রাত ৯.৪০ বালুর চাতালের কাশবনে নিহত শিশু অপুর্ব লাশ পাওয়া যায়।নিহতের মা পলি টিকাকার কান্না জড়িত কন্ঠে বলেন আমি হিন্দু বলে কি আমি আমার ছেলের হত্যার বিচার পাবো না।আমার কারো সাথে তো কোন শত্রুতা ছিল না। আমার চার বছরের ছেলে কার এমন ক্ষতি করল। যে তাকে হত্যা করতে হলো। আমিও হত্যাকাণ্ডের বিচার চাই। ঘটনা সুস্থ তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এলাকার প্রবীণ মুরুব্বী চান মিয়া বলেন আমরা হিন্দু মুসলিম ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। এমন ঘটনা আমাদের গ্রামে কোনদিন ঘটেনি।আমি এমন নিক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনা সত্যতা নিশ্চিত করে রাম দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে প্রেরন করি।হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। আশা রাখি ঘটনার সাথে জড়িতদের খুব তাড়াতাড়ি আইনের আওতা আনতে পারব ইনশাল্লাহ। |