লক্ষ্মীপুরের বশিকপুরে সম্পৃতি সম্মিলন অনুষ্ঠিত
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
|
সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন ওলামা পরিষদের আয়োজনে অন্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে সম্পৃতি সম্মিলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে স্থানীয় পোদ্দার বাজার ভাই ভাই কমিউনিটি সেন্টারে মাওঃ জাহিদ হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মিলনে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহমুদুল হক নান্নু, সহ-সভাপতি মাওঃ মাহবুবুর রহমান, সাংবাদিক এস এম আওলাদ হোসেন, মাওঃ আলমগীর কবির, মাওঃ মিজানুর রহমান। হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, বশিকপুর ইউনিয়ন শাখা সহ-সভাপতি রনজিৎ কুমার দে, সাধারণ সম্পাদক – আশুতোষ দেবনাথ, পুজা উদযাপন পরিষদ বশিকপুর ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক পার্থ সারথি সুমন, দিলীপ মজুমদার প্রমুখ। সম্মিলনে বক্তারা ইউনিয়নে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সম্পৃতি বজায় রেখে শান্তিতে বসবাস করতে সকলের প্রতি আহ্বান জানান। |