সোনালী ব্যাংকে ডাকাতি। অস্ত্র ঠেকিয়ে নিয়ে গেলো সাড়ে ৮ লাখ টাকা!!
|
![]() সময় নিউজ বিডিঃ চুয়াডাঙ্গার জীবননগরে উথলি সোনালী ব্যাংক শাখায় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। রোববার (১৫ নভেম্বর) দুপুরে জীবননগর উথলি বাজারের ব্যাংক শাখায় এ ঘটনা ঘটেছে। জীবননগর উথলি সোনালী ব্যাংক শাখার ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুরে তিনজন লোক হেলমেট মাথায় দিয়ে গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। তারা প্রথমে ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গলায় ধারালো অস্ত্র ধরে জিাম্মি করে। ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর মাথায় পিস্তল ঠেকিয়ে একটি ঘরে আটকে রাখে। দুর্বৃত্তরা জানতে চায়, টাকা কোথায় আছে। এর পর অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্যাংক থেকে নগদ প্রায় সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় মোটরসাইকেলে। |