সময় নিউজ বিডিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উদয়ন সামাজিক উন্নয়ন সংস্থার’ উদ্যোগে নলছিটিতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্ত এসব মানুষের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন। উদয়নের নির্বাহী পরিচালক মো. মিরাজ খানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ শাহজাদা পারভেজ টিনু। আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ (জজকোর্ড ঢাকা) সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
ব্যবস্থাপনা পরিচালক: নূর-ই আলম আজাদ। যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও এস এম আমিনুল ইসলাম। সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং। বার্তা সম্পাদক : মো: নূর হোসেন।