শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
পটুয়াখালীতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালিত ৷ কলাপাড়ায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ। কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব পরিবার, বাঁচতে চায় মহিপুরের জাকির সিকদার। কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু।। দেশের ২ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান প্রধানমন্ত্রী কন্যার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা কলম্বিয়ার খালেদা জিয়া এভারকেয়ারের সিসিইউতে ভর্তি বিকেলে বসছে দ্বাদশ সংসদের ২য় অধিবেশন
অবৈধ স্কুলে ৫ গুণ পরীক্ষার ফি, অধিদপ্তর-বোর্ড নির্বিকার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবৈধ স্কুলে ৫ গুণ পরীক্ষার ফি, অধিদপ্তর-বোর্ড নির্বিকার!
সময় নিউজ বিডি:
করোনা অতিমারির মধ্যেই চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে জনপ্রতি ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা। অথচ সরকার নির্ধারিত ফি এক হাজার ৮৫০ টাকা থেকে এক হাজার ৯৭০ টাকা পর্যন্ত। সে হিসাবে চলতি বছর রাজধানীর ঢাকা উদ্যান ল্যাবরেটরি হাইস্কুলের ৬৫ জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আদায় করছে কর্র্তৃপক্ষ।
একই অবস্থা ঢাকা উদ্যান এলাকায় অবস্থিত ১০-১২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। ঢাকা উদ্যান ল্যাবরেটরি হাইস্কুল, তুরাগ ন্যাশনাল হাইস্কুল ও ম্যানচেস্টার হাইস্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, এসব বিদ্যালয়ে ৭-১২ হাজার টাকা পর্যন্ত এসএসসি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি হিসাবে ১ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের জিম্মি করে ইতিমধ্যে টাকা আদায় শুরু করেছে অনেক প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে দরিদ্র অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। অভিযোগ উঠেছে, করোনাকালে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া কোনো নিয়মেরই ধার ধারছে না এসব বিদ্যালয়। করোনায় সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও এখানে প্রকাশ্যে ক্লাস ও কোচিং চলছে। আর শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মাসিক বেতন।

কয়েকজন অভিভাবকের অভিযোগ পাওয়ার পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান পাবলিক হাইস্কুলের হিসাবরক্ষক আব্দুল্লাহ আল মামুনকে জানতে চাওয়া হয় পরীক্ষার ফি কত? তিনি জানান, ১০ হাজার টাকা ফি। পরে সাংবাদিক পরিচয় দিলে মামুন বলেন, ‘আমরা তো কম নিতাছি, এখানকার অন্য স্কুলগুলাতে খোঁজ নেন, তারা ১২-১৪ হাজার টাকাও নিতাছে।’

বিদ্যালয়রটির প্রধান শিক্ষক আবুল বাশার হাওলাদারের মোবাইল ফোনে কল দিয়ে মামুন বলেন, ‘স্যার সাংবাদিক আইছে, পরীক্ষার ফি বেশি নিতাছি এটা ধরছে।  চোটপাট দেখিয়ে কথা বন্ধ করেন বাশার হাওলাদার।

জানা যায়, ঢাকা উদ্যান এলাকার প্রেসিডেন্সি হাইস্কুল ও ঢাকা উদ্যান পাবলিক হাইস্কুল এই দুটি বিদ্যালয়ের সরকারি অনুমোদন আছে। তবে পাবলিক হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানের অনুমোদন নেই। বাকি বিদ্যালয়গুলো মোটের ওপর অনুমোদনহীন। ফলে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা মান্য করে না। পরীক্ষার ফি ও মাসিক ফিসহ অন্যান্য ফি আদায় করা হয় ইচ্ছেমাফিক। একমাত্র প্রেসিডেন্সি হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানের অনুমোদন থাকায় অন্য বিদ্যালয়গুলো প্রেসিডেন্সি হাইস্কুলের নিবন্ধনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এ প্রসঙ্গে প্রেসিডেন্সি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিজওয়ানা খাতুন বলেন, ‘রেজিস্ট্রেশন ফি বাবদ দুই বছরে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার টাকা নিই। কিন্তু তারা আদায় করে ১০-১২ টাকা পর্যন্ত। সরকারি নির্দেশনা মোতাবেক ফি আদায় শুরুর কথা ১ তারিখ থেকে। অথচ অনেকে কয়েকদিন আগ থেকে শুরু করেছে। এসব বিদ্যালয়ে অনিয়মের শেষ নেই। তারা ক্লাস পর্যন্ত করাচ্ছে। মাসিক ফিও আদায় করছে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা উদ্যান এলাকায় নিম্ন আয়ের মানুষদের বসবাস। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশই দিনমজুর পরিবারের সন্তান। বেশ কয়েকজন অভিভাবক জানান, করোনার শুরুতে প্রথম কয়েক মাস মাসিক বেতন নেওয়া বন্ধ রাখলেও পরে বিদ্যালয় কর্র্তৃপক্ষ চাপ দেওয়া শুরু করে। বিদ্যালয়গুলোতে মাসিক বেতন ৩০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় মাসিক বেতন আদায় না করতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দেয়। তবে সেটি না মেনে জিম্মি করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।

ঢাকা উদ্যান ল্যাবরেটরি হাইস্কুলের এক এসএসসি পরীক্ষার্থী নাম প্রকাশ না করে   বলেন, ‘অনেক কষ্ট করে পড়ালেখা করছি। বাপ-মা টাকা দিতে পারে না। স্কুলের চাপে আমার পরিবারের দিশেহারা অবস্থা।’

ঢাকা উদ্যান পাবলিক হাইস্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমার হতদরিদ্রের সংসার। শুনতাছি ১০ হাজার ট্যাকা পরীক্ষার ফিস লাগব। ঘরভাড়া, খাওয়ার ট্যাকা জোগাড় করতে ঘাম ছুইট্যা যাইতাছে, ক্যামনে এই ট্যাকা জোগাড় করমু!’

অবৈধ সব বিদ্যালয়ের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাজু আহমেদ বলেন, ‘ঢাকা উদ্যানের দুটি স্কুল ছাড়া সবগুলোই অনুমোদনহীন। ফলে তারা আমার নিয়ন্ত্রণের বাইরে।’

অতিরিক্ত ফি আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমি প্রথম শুনলাম। কালই (আজ রবিবার) পরিদর্শন করে ব্যবস্থা নেব।’

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আব্দুল মনছুর ভুঁইয়া বলেন, ‘বিদ্যালয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে সব বিদ্যালয়কে জানিয়েছি।’

করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। সবশেষ আগামী ৩০ মার্চ খুলে দেওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এ বছরের জুনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুলাই-আগস্ট মাসে হওয়ার কথা রয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ শাহজাদা পারভেজ টিনু।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর-ই আলম আজাদ।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও এস এম আমিনুল ইসলাম।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : এস এম আওলাদ হোসেন।

অফিসঃ
ঢাকাঃ সুলতান টাওয়ার (৩য় তলা) টংঙ্গী বাজার, গাজিপুর, ঢাকা।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
কলাপাড়াঃ মমতা মার্কেট,বাদুড় তলী সূইজগেট,কলাপাড়া,পটুয়াখালী।
E-mail: somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  পটুয়াখালীতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালিত ৷   কলাপাড়ায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ।   কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন   দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব পরিবার, বাঁচতে চায় মহিপুরের জাকির সিকদার।   কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু।।   দেশের ২ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস   দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান প্রধানমন্ত্রী কন্যার   ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা কলম্বিয়ার   খালেদা জিয়া এভারকেয়ারের সিসিইউতে ভর্তি   বিকেলে বসছে দ্বাদশ সংসদের ২য় অধিবেশন   রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ   হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫   ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট   ভারতে হিন্দু-মুসলিম উত্তেজনা বাড়ছে লোকসভা নির্বাচন ঘিরে   খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আ.লীগের লক্ষ্য: মাননীয় প্রধানমন্ত্রী   আজ মহান মে দিবস   বিমানের খাবার নিয়ে অসন্তোষ মাননীয় প্রধানমন্ত্রীর, দুইদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ   দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গা-যশোরে   কুয়াকাটায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত।।   কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র কৃষকের তিনটি গরু মৃত্যু।